১০ মাসে পাঁচবার মা হয়েছেন উত্তর প্রদেশের ৬০ বছরের এক নারী! নিশ্চয়ই কপাল কুঁচকানোর মতো খবর! তবে আপাতত এতে হতবাক হওয়ার কিছু নেই। ঘটনাটি আসলে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের। সেখানে 'জননী সুরক্ষা যোজনা' নামে একটি প্রকল্প চালু রয়েছে। এই প্রকল্প অনুযায়ী সেই প্রদেশে কোনো নারী মা হওয়ার কিছুদিন পরেই সরকার প্রদত্ত আর্থিক অনুদান পান। প্রসবের পর মা ও সন্তানের কল্যাণের জন্য এই অনুদান দেওয়া হয়। সেই অনুদান বণ্টনে ঢুকে পড়েছে দুর্নীতির ঘটনা। যা শুনলে রীতিমতো গা শিহরণ দিয়ে উঠে।
লক্ষণীয় ও মজার ব্যাপার হলো, 'জননী সুরক্ষা যোজনা' প্রকল্পে অনুদান পাওয়া নারীদের কেউ কেউ কখনো তিন মাসে চারবার মা হওয়ার রিপোর্ট জমা দিয়ে টাকা নিয়েছেন! কখনো আবার ১২ বছর আগে মা হয়ে এখন এই প্রকল্প থেকে টাকা নিচ্ছেন। আরো মজাদার তথ্য হলো, ৬০ বছরের এক নারী ১০ মাসে পাঁচবার মা হওয়ার কথা জানিয়ে নিয়মিত এই সুরক্ষা যোজনা থেকে টাকা নিয়েছেন!
কিছুদিন আগে প্রদেশটির বদুঁয়ার আশা দেবী নামের এক নারী চার মাসের ব্যবধানে তিনবার গর্ভবতী হওয়ার কথা জানিয়ে ব্যাংক থেকে এই প্রকল্পের টাকা তোলেন। এতে ব্যাংকের এক কর্মীর সন্দেহ হলে তিনি তা জানান ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এরপরই বাধে হট্টগোল। কেঁচো খুড়তে বেরিয়ে আসে কেউটে। শুধু আশা দেবী একাই যে এই ঘটনা ঘটিয়েছেন তা নয়, উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার অসংখ্য নারী নানাভাবে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে 'জননী সুরক্ষা যোজনা'র সুবিধা নিয়েছেন ও নিচ্ছেন। আর এই অনিয়মে অভিযোগের কাঠগড়ায় উঠেছে উত্তরপ্রদেশ সরকার।
এদিকে, অনেকে আবার মজা করে এই কেলেঙ্কারিকে বলছেন 'মা কেলেঙ্কারি'। আবার কেউ কেউ বলছেন, এটা 'সব কেলেঙ্কারির মা।'
বিডি-প্রতিদিন/ ৪ জুলাই ২০১৫/শরীফ