স্বামীর ওপর রাগ করে আত্মহত্যার জন্য পাঁচতলার ব্যালকনি দিয়ে লাফ দিয়েছিলেন স্ত্রী, কিন্তু স্বামীর উপস্থিত বুদ্ধি জোরে এযাত্রায় রক্ষা পেলেন স্ত্রী। অস্বাভাবিক এ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীনের হারবিন শহরে।
ইউটিউবে ছাড়া ওই ভিডিওতে দেখা যায়, মনোমালিন্যের একপর্যায়ে আত্মহত্যার হুমকি দিয়ে স্বামীকে পাঁচতলা অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেয় স্ত্রী, তবে স্বামী এ হুমকি শোনার পর বসে থাকেনি, উপস্থিত বুদ্ধি ব্যবহার করে সাথে সাথে চারতলার অ্যাপার্টমেন্টে গিয়ে অপেক্ষা করতে থাকে, এরই মধ্যে রাগান্বিত স্ত্রী কথা অনুযায়ী কাজও করে ফেললেন, আত্মহত্যার জন্য লাফ দিলেন পাঁচতলার ব্যালকনি দিয়ে, তবে এ যাত্রায় বেঁচে গেলো, খপ করে ক্যাচ ধরে ফেললেন স্ত্রীকে, পরবর্তীতে রাস্তায় লোক জড়ো হলে তাদের ধারণ করা সেই ভিডিওটি অনলাইনে ছেড়ে দেওয়া হয়।
এরপর নিচ থেকে লোক গিয়ে এবং আশপাশের অ্যাপার্টমেন্টের মানুষের সহায়তায় স্ত্রীকে রক্ষা করতে সক্ষম হন স্বামী।
https://www.youtube.com/watch?v=b-Yx14kNal4
বিডি-প্রতিদিন/০৬ জুলাই, ২০১৫/মাহবুব