ব্যাংকিংয়ে লেনদেনের ক্ষেত্রে ছোটো-খাটো ভুলের কথা আমরা সচরাচর শুনে থাকি। এমনকি আমাদের কারো কারো ক্ষেত্রেও এমনটি হয়েছে। প্রযুক্তি সহায়ক বিশাল ব্যাংকিং ব্যবস্থায় এমনটি হওয়াও অস্বাভাবিক কিছু নয়। তবে ভুল করে কারো অ্যাকাউন্টে যদি প্রায় ৫০ হাজার কোটি টাকা প্রবেশ করে তাহলে চোখ কপালে উঠারই কথা। সম্প্রতি ভুলবশত এমন ঘটনা ঘটেছে জার্মানির ডাচ ব্যাংক এজিতে। ব্যাংকটি ভুল করে এক গ্রাহকের হাতে দিয়ে দিয়েছে ৬০০ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার ৬৬৬ কোটি টাকা।
চলতি বছরের জুনে এ ঘটনা ঘটে। ভুলবশত লেনদেনের সময় ব্যাংকের বস ছুটিতে ছিলেন। তবে পরের দিনই তা উদ্ধার করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।
এজি ব্যাংক সংশ্লিষ্ট ২ কর্মকর্তার বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ভুলে বিশাল অঙ্কের লেনদেনের বিষয়টি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) ও ইউকে ফিন্যান্সিয়াল কর্তৃপক্ষকে জানানো হয়। ব্যাংকের গ্রোস ফিগার তৈরির সময় এ ভুল ধরা পড়ে।
তবে ব্যাংকটির দুই কর্মকর্তা জানান, তাদের ব্যাংকে সচরাচর ছোটে-খাটো ভুল হয়ে থাকে। তবে এবারের ভুল ছিল অনেক বড় ও অপ্রত্যাশিত। এ ধরনের ঘটনা সচরাচর ঘটে না। সূত্র : রয়টার্স
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/শরীফ