স্ত্রীকে খুশি করতে কতকিছুই না করেন স্বামী। বাইরে থেকে ঘরে ফেরার সময় এটা-ওটা কিনে নিয়ে যান। স্ত্রীকে নিয়ে যান সিনেমা হলে, কখনো শপিংয়ে। জন্মদিন, বিবাহবার্ষিকীতে কিনে দেন উপহার। যাদের মানিব্যাগটা একটু বেশি পুরু তারা তো গাড়ি, বাড়ি, শাড়ি বা হীরার গহনাও উপহার দেন। কিন্তু মনে হচ্ছে ভারতের শহরাঞ্চলে অনেকের কাছে শাড়ি-গহনার চেয়ে এখন গৃহকর্মী অনেক বেশি মূল্যবান উপহার। সেই বার্তাই তুলে ধরা হয়েছে ভারতের একটি অনলাইন বিজ্ঞাপনে। সেখানে বলা হয়েছে, ''দিওয়ালী উপলক্ষে আপনার স্ত্রীকে গৃহকর্মী উপহার দিন।''
বিজ্ঞাপনের একপাশে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ছবি, অন্যপাশে সুসজ্জিত একজন গৃহকর্মীর ছবি। মাঝখানে লেখা আছে,''হীরা মূল্যহীন। আপনার স্ত্রীকে গৃহকর্মী উপহার দিন।'' এই বিজ্ঞাপনের ছবি টুইটারে ব্যাপক শেয়ার হয়েছে এবং সেটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকে এ ধরনের বিজ্ঞাপনকে 'দাসত্বের বিজ্ঞাপন' হিসেবে বর্ণনা করেছেন।
যে ওয়েবসাইটে এই বিজ্ঞাপনটি প্রচার করেছে তারা এখন ব্যাপক সমালোচনার মুখে। সেখানে একজন মন্তব্য করেছেন, ''নারী গৃহকর্মী উপহার দেয়া যায়?'' আরেকজন মন্তব্য করেছেন, ''মানুষ তাহলে পণ্য হয়ে গেলো।দারুণ আইডিয়া!''
এই ওয়েবসাইট এর আগে ধর্মীয় পরিচয় কিংবা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে গৃহকর্মী পছন্দ করার বিজ্ঞাপন দিয়ে বিতর্ক তৈরি করেছিল।
অনেকে বলছেন ভারতের শহরাঞ্চলে গৃহকর্মী অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। এই ধরনের অনলাইন বিজ্ঞাপন গৃহকর্মী খুঁজে পেতে সাহায্য করবে। কিন্তু বিজ্ঞাপনের ভাষা এবং উপস্থাপনা ভুল বার্তা দিচ্ছে। এই ওয়েবসাইটের অন্যতম প্রতিষ্ঠাতা অনুপম সিনহাল বলছেন, তারা কাউকে আঘাত কিংবা ছোট করার জন্য এ বিজ্ঞাপন দেননি।
সিনহাল বলেন ধর্মীয় কিংবা আঞ্চলিক পরিচয়ে গৃহকর্মী নিয়োগের বিজ্ঞাপন নিয়ে তার প্রতিষ্ঠান একমত নয়। কিন্তু যারা গৃহকর্মী নেয়, তাদের অনেকেই এগুলো চায় বলেই সেটি বিজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ