বাড়িভর্তি বিয়ের অতিথি। ঢাক-ঢোল বেজে চলেছে। বিয়ের মঞ্চে মাথা নিচু করে বসে আছেন বর। কয়েকবার ঢুলে পড়ে যেতে গেছেন। আশপাশের লোকজন ধরে ঠিক করে দেন। বিষয়টা কনের চোখ এড়ায়নি। অবশ্য তখনও সব স্বাভাবিক। অঘটনটা ঘটল মালা বদলের সময়। কনের নাকে এসে লাগলো অ্যালকোহলের গন্ধ। গলা অবধি মদ খেয়ে বিয়ে করতে এসেছেন বর। অমনি অগ্নিমূর্তির মতো দাঁড়িয়ে যান কনে। বরকে দেওয়ার জন্য হাতে থাকা মালা ছুড়ে ফেলেন। বলতে থাকেন, কোন মাতালকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারব না। এই বিয়ে চাই না। ভেঙে গেল বিয়ে। বউ না নিয়েই ফিরতে হলো মাতাল বরকে।
ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাট জেলায় দুই দিন আগে এই ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।
জেলার সুজাউর গ্রামের বরের সঙ্গে সিধাউলি গ্রামের কনের বিয়েটা শেষ পর্যন্ত ভেঙেই যায়। ঘটমপুর থানার কর্মকর্তা এ কে সিং জানিয়েছেন, বিষয়টি তারা জানেন। মদ্যপ বরকে ফিরিয়ে দিয়েছেন কনে।
এ নিয়ে কনের পরিবার জানিয়েছে, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। ফলে বিয়ের মঞ্চ থেকে ফিরে যেতে হয়েছে বর ও বরযাত্রীদের। বিষয়টি নিয়ে বরযাত্রীরা হইহুল্লোড় করলেও শেষমেষ তাতে কোনো কাজ হয়নি। আর কোনো দিন মদ পান করবেন না শর্তে মুচলেকা দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করেন কনে। ফলে বন্ধনের মঞ্চে তৈরি হলো বিচ্ছেদের কাহিনি। বরপক্ষ নারাজ হলেও মেয়েটির এই সাহসের প্রশংসা করেছে গ্রামবাসী।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ