জমজ সন্তান জন্মের দিক থেকে রেকর্ড করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে জমজদের জন্মহার বেড়ে দাঁড়িয়েছে প্রতি হাজারে প্রায় ৩৩.৯। যা কি না সে দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ। আশির দশকে জমজ সন্তানের জন্মহার ছিল ১৮.৯ প্রতি হাজারে। অর্থাৎ এই ৩৬ বছরে প্রায় দ্বিগুণ বেড়েছে এই হার।
২০১৩ সালে জমজ জন্মহার ছিল প্রতি হাজারে ৩৩.৭। সেটিও ছিল এক রকম রেকর্ড বলে জানিয়েছে ‘ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’। ২০১৪ সালের পরিসংখ্যান সেই পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
আশির দশকে জমজ সন্তানের জন্মহার ছিল ১৮.৯ প্রতি হাজারে। অর্থাৎ এই ৩৬ বছরে প্রায় দ্বিগুণ বেড়েছে এই হার। জন্মহার বাড়ার কারণ হিসেবে দু’রকম সম্ভাবনার কথা বলছেন গবেষকরা। প্রথমটি হল, সে দেশের অসংখ্য নারী এখন ফার্টিলিটি ট্রিটমেন্ট করাচ্ছেন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন ট্রিটমেন্টে জমজ সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে। তা ছাড়া অনেক নারীই একটু বেশি বয়সে মা হচ্ছেন। গবেষণা বলছে, মায়ের বয়স বেশির দিকে হলেও জমজ সন্তানধারণের সম্ভাবনা বেশিই থাকে।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা