বয়স মাত্র ২ বছর। অথচ উচ্চতা ৫ ফুট ছাড়িয়েছে। না, কোনো জিরাফের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে রকো নামের একটি পোষা কুকুরের কথা। জার্মান গ্রেট ড্যান জাতের এই কুকুর দীর্ঘতম শরীরের জন্য ইতিমধ্যে বিশ্বে পরিচিতি লাভ করেছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই এটি ‘গিনেজ বুকে নাম লেখাবে।
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে জেসিকা উইলিয়াম এবং তাঁর ছেলেবন্ধু নিক হেলমের সঙ্গে বাস করে রকো। তাঁরা জানায়, রকো যে এতটা বড় হবে তাঁরা ভাবতেই পারেননি। মাত্র ৮ সপ্তাহে রকো একটি ছয় মাস বয়সী ল্যাব্রাডরের উচ্চতাকে ছাড়িয়ে যায়। এরপরও রকোর স্বাস্থ্য বাড়তেই থাকে। বর্তমানে দুই বছর বয়সী পাঁচ ফুট উচ্চতার রকোর ওজন ৭৬ কেজি।
ভাবছেন কি খায় এই রকো। তাদের পালক জেসিকা উইলিয়াম বলেন, প্রতিদিন রকোকে ছয় কাপ করে কুকুরের খাবার খাওয়াতে হয়। এর সঙ্গে থাকে শুকনো মাংস।
জেসিকা ও নিক আরও বলেন, একটি মানুষের চেয়েও দীর্ঘদেহী কুকুরের সঙ্গে বাস করায় কিছু সমস্যাও আছে। সবচেয়ে বড় সমস্যাটি হলো থাকার জায়গায়। মাত্র দুই বেডরুমের ঘরে রকোর মতো বিশালদেহী কুকুর নিয়ে বসবাস বেশ কষ্টসাধ্য। ছোট অ্যাপার্টমেন্টে ঘুরে বেড়ানো কুকুরটির সঙ্গে প্রায়ই ধাক্কা খেতে হয়। তবে সবচেয়ে বড় সমস্যা হয় বাইরে ঘুরোঘুরির সময়। অনেক সময়ই বিশালদেহী কুকুর দেখে মানুষ তাঁদের এড়িয়ে চলে। আর শিশুরা তো কাছেই ভিড়ে না।
সূত্র: এনডিটিভি
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৬/মাহবুব