পৃথিবীর অন্যতম হিংস্র প্রাণীদের একটি বাঘ। অন্যদিকে, ছাগল তৃণভোজী গৃহপালিত প্রাণী। অথচ রাশিয়ার একটি সাফারি পার্কে এই দুই বিপরীত প্রজাতির প্রাণীর মধ্যে বন্ধুত্বের খবর সকলের প্রায় কম বেশি জানা। এবার নতুন খবর হলো পার্কের ভেতর একসঙ্গে থাকা বাঘ-ছাগলের দুই মাসের বন্ধুত্বের সমাপ্তি ঘটেছে। নিজেদের মধ্যে খুনসুটির একপর্যায়ে দুই ‘বন্ধু’ একে অপরের ওপর হামলা চালালে শেষ পর্যন্ত তাদের সম্পর্কের ইতি ঘটে।
২০১৫ সালের ডিসেম্বরে ভ্লদিভস্টক শহরের বাইরে অবস্থিত প্রিমরস্কি সাফারি পার্কে আমুর নামের একটি বাঘকে খাবার হিসেবে দেওয়া হয়েছিল একটি জ্যান্ত ছাগল। কিন্তু মজার ব্যাপার হলো ওই ছাগলকে না খেয়ে বাঘটি তার সঙ্গে বন্ধুত্ব পেতে বসে। কিন্তু দু'মাসের সেই বন্ধুত্ব শেষ হয়েছে নিজের ইচ্ছাকৃত খুনসুটির কারণে।
সাফারি পার্কের কর্মকর্তারা জানিয়েছেন, একসঙ্গে বসে সময় কাটানোর সময় আমুর হয়তো তিমুরকে ‘দুর্বল’ বলে খোঁচা দিয়েছিল। এর পরই তিমুর ক্ষিপ্ত হয়ে তার শিং দিয়ে আমুরকে গুঁতা দেয় এবং তাকে ঠেলতে শুরু করে। আমুরও তিমুরের ঘাড়ে থাবা বসিয়ে দেয়। তবে বন্ধুকে সে হত্যা করেনি। এভাবে দু'জনের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণের এক পর্যায়ে তিমুরকে খুড়িয়ে খুড়িয়ে সেখান থেকে চলে যেতে দেখা যায়। এ ঘটনার পরে পার্কের কর্মকর্তারা দ্রুত ভেতরে প্রবেশ করে তিমুরকে চিকিৎসা দিয়েছেন।
তবে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে হয়তো আমুর ও তিমুর পরস্পরকে ক্ষমা করবে এবং তাদের বন্ধুত্বের সম্পর্ক পুনরুজ্জীবিত করবে।
ভিডিওতে দেখুন:
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৬/মাহবুব