অনলাইনে কোন প্রতিযোগিতা হলে টাকা জিততে পারেন, বা কোন ট্যুর প্যাকেজ পেতে পারেন। কিন্তু অনলাইনে কোন প্রতিযোগিতার পুরস্কার হিসাবে যদি একজন পর্নস্টারকে জেতেন? তা হলে? কথাটা শুনে মনে হতে পারে, এ আবার কী? এ রকম কখনও হতে পারে নাকি?
রাশিয়ায় এ রকম একটি ওয়েবসাইটে অনলাইন প্রতিযোগিতা হয়। সেখানে বলা হয়, যিনি এই প্রতিযোগিতায় জয়ী হবেন তিনি রাশিয়ার সেরা পর্নস্টার একাতেরিনা মাকারোভার সঙ্গে একটি বিলাসবহুল হোটেলে এক মাস থাকার সুযোগ পাবেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই জ্যাকপটটি জেতে রেসল্যান স্কেড্রিন নামে ১৬ বছরের এক কিশোর।
জ্যাকপটটি যে সে জিতেছে সেটা প্রথমে বিশ্বাসই করতে পারেনি রেসল্যান। শোনার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়ে। রেসল্যান বলে, আমি একাতেরিনাকে চিনি। ওঁর সঙ্গে এক মাস কাটানো আমার সৌভাগ্য। অপেক্ষা করছি কখন ওঁর সঙ্গে দেখা করব। ঘড়ির কাঁটা যেন এগোতেই চাইছে না।”
রেসল্যান আরও এক ধাপ এগিয়ে জানায়, সে একেতারিনাকে খুব পছন্দ করে। কিন্তু সে যখন তার মায়ের কাছে এই পুরস্কার আর পর্নস্টারের সঙ্গে হোটেলে কাটানোর কথা বলে, তিনি প্রচণ্ড রেগে যান।
রেসকল্যানের মা কী বলছেন? রেসল্যান জানান, এই পুরস্কার তিনি কোন ভাবেই সমর্থন করেন না। তার পরীক্ষা চলছে। সে পড়ায় ব্যস্ত। আয়োজকদের কাছে তাই তিনি অনুরোধ করেছেন, যদি পুরস্কার দিতেই হয় তা হলে তাঁদের রাশিয়ান মুদ্রায় এক লক্ষ রুবল দিয়ে দিক তাঁরা। কিন্তু পর্নস্টারের সঙ্গে তাঁর ছেলে হোটেলে কাটাবে এটা কোন ভাবেই মেনে নিতে পারবেন না।
যিনি এই প্রতিযোগিতার মধ্যমণি, সেই পর্নস্টার একাতেরিনা রেসল্যানকে নিয়ে কী জানিয়েছেন? একেতারিনা জানান, অনলাইনে রেসল্যানের ছবি দেখেছি। তাকে আমার খুব ভালো লেগেছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব