সম্প্রতি প্রকাশিত হলো সেক্সিয়েস্ট নারী-পুরুষের তালিকা। কিন্তু দুঃখের বিষয় সেই তালিকায় স্থান হয়নি বাংলাদেশ ও ভারতের।বিশ্বের সেক্সিয়েস্ট নারীর তালিকায় এক নম্বরে রয়েছে আর্মেনিয়ান। পুরুষদের তালিকায় তিন নম্বরে নিজের স্থান পাকাপক্ত করেছেন পাকিস্তানের অভিনেতা ফওয়াদ খান।
দেখে নিন সেক্সিয়েস্ট নারী ও পুরুষের নিরিখে দেশের তালিকা
নম্বর- নারী - পুরুষ
১. আর্মেনিয়ান -আইরিশ
২. বার্বাডিয়ান -অস্ট্রেলিয়া
৩. আমেরিকা-পাকিস্তান
৪. কলম্বো-আমেরিকা
৫. ইংল্যান্ড-ইংল্যান্ড
৬. অস্ট্রেলিয়া-স্কটিশ
৭. ব্রাজিল-ইতালি
৮. ফিলিপিন্স-নাইজেরিয়া
৯. বুলগেরিয়া-ড্যানিশ
১০. লেবানিস-স্প্যানিশ
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৬/ রশিদা