পাখির সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্থ হল একটি বিমান। এতে বিমানের সামনের অংশে গর্তের সৃষ্টি হয়েছে। তবে এতে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। বিমানের সমস্ত মানুষই নিরাপদে ছিলেন। সম্প্রতি মিশর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বিমানে পথিমধ্যে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিমানে হঠাৎ ধাক্কা মারে একটি বিশালাকার পাখি। ওই বিশাল আয়তনের পাখির ধাক্কায় বিমানে বড়সড় একটি গর্তও হয়ে যায়। এরকম ঘটনা ঘটার পর পাইলট খুব সাবধানে নিরাপদে সমস্ত যাত্রীদের নিয়ে লন্ডনের হিথরো বন্দরে বিমানটিকে নামান। বিমানে ৭১ জন যাত্রী ছিলেন। কেউ কোনভাবে আঘাতপ্রাপ্ত হননি।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব