অবৈধভাবে একটি সিংহ রাখার দায়ে চীনের শানজি প্রদেশের একটি বৌদ্ধমন্দিরকে ৪৬৩ ডলার [৩ হাজার ইউয়ান] জরিমানা করা হয়েছে। সিংহটিকে জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এই ঘটনার তদন্ত চলছে বলে পিপলস ডেইলি তাদের এক প্রতিবেদনে আজ জানায়। খবর আইএএনএস'র
খবরে বলা হয়, মন্দিরটি প্রদেশটির জিয়ান শহরে অবস্থিত। ২০১০ সালে মন্দিরটিতে কেউ দুটি অসুস্থ হরিণ শাবক দিয়েছিল। এর মধ্যে ১টি মারা যায় ও অপরটি মন্দিদের প্রাঙ্গনেই অবস্থান করছিল।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৬/শরীফ