হাত থেকে কলা কেড়ে নিয়ে খেয়ে ফেলা, আচমকা এসে গালে থাপ্পড় মারা, বাজারভর্তি ব্যাগটা নিয়ে পালিয়ে যাওয়া... বানরের এমন সব বাঁদরামির সাক্ষী আমরা কমবেশি সবাই। কিন্তু তাই বলে রাস্তায় খেলা দেখানোর সময় মালিকের সঙ্গে যে বাঁদরামোটা করল বানরের দল তা সত্যিই অবাক করার মত।
প্রতিদিনের মত সেদিনও তিনি রাস্তায় খেলা দেখাতে বসেছিলেন। ঠিকমতো খেলা দেখানোর জন্য যেই একটু চড় মেরেছেন দলের একটি বানরের গালে, ওমনি ফল হল বিপরীত। চড় খেয়ে খেপে যায় বানরটি। মালিকের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে রীতিমতো পাল্টা 'হুমকি' দিতে দেখা যায় বানরটিকে।
প্রথমে একটি বানর... তারপর সেই দলে যোগ দেয় সবাই। একসঙ্গে সবাই মিলে মালিকের গায়ের উপর চড়ে বসে চলে চড়-থাপ্পড়। ঘটনাটি ঘটেছে চিনের হেনান প্রদেশের একটি রাস্তায়। দেখুন সেই ভাইরাল ভিডিওটি-
বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৬/হিমেল-০১