বর্ষাকাল মানেই সাপের উপদ্রব। বর্ষা এলেই সাপেরা নিজেদের গর্ত থেকে বেরিয়ে বাড়ির আনাচে কানাচে স্যাঁতস্যাঁতে জায়গায় ঘাপটি মেরে থাকে। আর সেই সমস্ত জায়গায় ভুলবশত যদি আপনি একটা হাত দিয়ে ফেলেন, তাহলেই ব্যস! এক ছোবলে শেষ।
জুতা পরার সময় সাধারণত আমরা কেউই বিশেষ নজর দেই না। তাড়াহুড়া করে পায়ে লাগিয়েই বেরিয়ে যাই। কিন্তু না, এই স্বভাব যদি আপনার থাকে, তাহলে এখনই বদলে ফেলুন। বিশেষ করে বর্ষাকালে। জুতা পরতে হলে সবসময় তা ঝেড়ে নিয়ে পড়ুন। নাহলে আপনার জুতার ভিতর ঢুকে থাকতে পারে সাপ। নিচের ভিডিওটিতে দেখুন, একটা গোখরা সাপের বাচ্চা জুতার মধ্যে কীভাবে লুকিয়ে রয়েছে। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল-
বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৬/হিমেল-০৬