এখন থেকে এটিএম বুথে পাওয়া যাবে মাতৃদুগ্ধ। অপরিণত শিশুদের দুধ খাওয়ানোর জন্য জন্যই মূলত এমন সিদ্দান্ত নেওয়া হয়েছে। ভারতের পন্ডিচেরি চেরির জিপমের-এর জওহরলাল ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ এই উদ্যোগ নিয়েছে।
জিপমের-এর এই হাসপাতালের ভিতরেই রয়েছে এই এটিএম বুথ। গত বুধবার ‘অমুধাম থাইপাল মাইয়াম’ নামের এটিএম-এর উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের ডিরেক্টর এস সি পারিজা জানান, “জিপমের-এ ১৫০০ সদ্যোজাতর মধ্যে ৩০ শতাংশরই স্বাভাবিকের চেয়ে কম ওজন বিশিষ্ট বা অপরিণত হয়। স্তনের দুধ তারা সরাসরি পান করতে পারে না। তাই তাদের সুস্থ করে তুলতে বিশেষ সাহায্য করবে এই এটিএম। এমন এটিএম এখানকার সব হাসপাতালেই থাকলে ভাল হয়।”
এটিএম বুথের ভিতর ছোট ছোট বোতলের মধ্যে করে দুধ সংরক্ষিত থাকে। অপরিণত শিশুরা ছ’মাসের আগে সরাসরি বুক থেকে দুধ খেতে পারে না। আবার কখনো কখনো সন্তান জন্ম দেওয়ার পর মায়ের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। এসব শিশুর পরিবার প্রয়োজন মতো ‘অমুধাম থাইপাল মাইয়াম’ থেকে দুধ সংগ্রহ করতে পারবে। সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/ ২০ জুলাই, ২০১৬/ আফরোজ