রাস্তায় লোকের ভিড় জমে গেছে। কী হচ্ছে এটা! কিছু বুঝতে না পেরে দাঁড়িয়ে পড়েছেন পথচারীরা। এর মধ্যেই একজন অবস্থাটা সামাল দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু লাভ হল না কিছুই। অতি উত্সাহী কেউ কেউ আবার ততক্ষণে পকেট থেকে মোবাইল বের করে ঘটনার ছবি তুলতে লেগে পড়েছেন। দিনের আলোয় গাড়ির মধ্যে চুলোচুলি করছেন দু'জন অর্ধনগ্ন নারী!
দু'জনেই রাশিয়ান। একজন আরেকজনের চুল টেনে, আঁচড়ে-খিমচে একেবারে যা তা কাণ্ড। এমনকি, এমন অবস্থা যে একজন তো হাতের বদলে পা দিয়ে অন্যজনের মাথা চেপে ধরেছে। পারলে অন্যজনের ঘাড়ের উপর চড়ে বসে সে! সম্প্রতি ঘটনাটি ঘটেছে চীনে।
ট্যাক্সির পিছনের সিটে বসে দুই নারী যখন চুলোচুলিতে ব্যস্ত, তখন গাড়ির ড্রাইভার পাশে দাঁড়িয়ে 'উপভোগ' করছেন সেই দৃশ্য। চুলোচুলির এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল। তবে কী কারণে এমন চুলোচুলি তা অবশ্য জানা যায়নি!
বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৬/মাহবুব