বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে প্যারাশুট ছাড়াই ২৫ হাজার ফুট উপর থেকে লাফ দিয়ে নিরাপদে নিচে নামলেন এক আমেরিকান। লুক এইকিন্স নামের ওই ব্যক্তি শনিবার সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে লাফ দেওয়ার পর ১০ হাজার বর্গফুটের একটি জালের মধ্যে পড়েন।
৪২ বছর বয়সী এইকিন্সের দুই মিনিট ধরে লাফিয়ে পড়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করে ফক্স টেলিভিশন। শেষ মুহূর্তে তার গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ মাইল।
দর্শকদের উল্লাস ধ্বনির মধ্যে জাল থেকে নেমে স্ত্রী ও সন্তানকে জড়িয়ে ধরেন এইকিন্স। বলেন, ''আমি প্রায় ভাসছিলাম, এটা অবিশ্বাস্য।''
তিনি জানান, লাফ দেওয়ার আগে নিরাপত্তার জন্য আয়োজকরা প্যারাশুট পরতে বলায় তিনি এটা বাতিল করতে যাচ্ছিলেন। প্যারাশুটের বাড়তি ওজনের কারণে ভূমিতে অবতরণ আরও বিপজ্জনক হত।
তবে একেবারে শেষ মুহূর্তে প্যারাশুট ছাড়া লাফ দেওয়ার অনুমতি পান বলে জানান এইকিন্স।
তার মুখপাত্র জাস্টিন একলিন বলেন, ''২৬ বছরের ক্যারিয়ারে এইকিন্সের এটা সবচেয়ে উঁচু থেকে লাফ। একই সঙ্গে এটা প্যারাশুট বা উইং শ্যুট ছাড়া সবচেয়ে উঁচু থেকে লাফ দেওয়ার ব্যক্তিগত ও বিশ্ব রেকর্ড হবে।''
বিডি-প্রতিদিন/এস আহমেদ