হন্য হয়ে এক যুবতীকে খুঁজছে পুলিশ। আর থানা থেকে পালানো সেই যুবতী এক টিভি চ্যানেলকে জানাল, তাকে খোঁজার জন্য তার ছবিসহ যে ওয়ান্টেড নোটিশ দেওয়া হয়েছে তা পাল্টে একটা ভাল ছবি ব্যবহার করতে।
সম্পত্তি সংক্রাম্ত মামলায় অভিযুক্ত আঠারোর বছরের অ্যামি শার্প কিছুদিন আগেই সিডনির এক থানার পুলিশ হেফাজত থেকে পালিয়েছেন। স্থানীয় টিভি চ্যানেলসহ বিভিন্ন জায়গায় অ্যামির ছবি দিয়ে 'ওয়ান্টেড' বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আর সেই ছবি মোটেই পছন্দ হয়নি ঐ যুবতীর। তিনি অনুরোধ করেছেন তার একটা ভাল ছবি ব্যবহার করতে। আর এই অনুরোধ তিনি করেছেন সিডনির 'সেভেন নিউজ'-এর ফেসবুক পেজে।
ওই চ্যানেলের ফেসবুক পেজে তাকে খুজে বের করার 'ওয়ান্টেড নোটিশ'-এর নীচে কমেন্ট বক্সে নিজের একটা 'ভাল ছবি' আপলোড করে অ্যামি লিখেছেন, "দয়া করে এই ছবিটা ব্যবহার করবেন। আপনাদের অ্যামি শার্প এক্স এক্স।" অ্যামির এই অভুতপূর্ব 'লুক কনসাসনেস' তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে মধ্যে। ৪৭ হাজার লাইক পেয়েছে অ্যামির এই কমেন্ট। পুলিশ জানিয়েছে তারা দ্রুত অ্যামিকে খুঁজে বার করতে বদ্ধপরিকর।
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/৩০ আগস্ট ২০১৬/হিমেল-০৫