পৃথিবীর দিকে দ্রুত গতিতে ছুটে আসছে একটা বিশাল গ্রহাণু। যার নাম 'বেন্নু'। আপাতত তার যা গতিপথ, তাতে পৃথিবীর ওপর তার আছড়ে পড়ার সম্ভাবনা অনেকটাই। জ্যোতি বিজ্ঞানীদের বিশ্বাস, এই গ্রহাণুটির মাধ্যমেই হয়তো জানা যাবে, কীভাবে তৈরি হয়েছিল এই সৌরমণ্ডল।
কীভাবে জন্ম হয়েছিল পৃথিবীসহ এই সৌরজগতের অন্যান্য গ্রহের। কীভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল পৃথিবীতে। এই সৌরমণ্ডলের অন্য কোনো গ্রহেও কোন কালে ‘প্রাণ’-এর উদ্ভব হয়েছিল কি না। তাই গ্রহাণুটির খোঁজখবর নেয়ার পাশাপাশ
তার চেহারা, চরিত্র, আচার-আচরণ জানার জন্য চেষ্টা করে যাচ্ছে জ্যোতি বিজ্ঞানীরা।
আগামী সেপ্টেম্বরেই ওই গ্রহাণুটির উদ্দেশে রওনা হচ্ছে নাসার মহাকাশযান ‘ওসিরিস রেক্স’। ২০১৮ সালে 'বেনু'তে পৌঁছনোর পরে এটির কার্বনে ভরা পিঠ থেকে নুড়ি-পাথর কুড়নো শুরু করবে মহাকাশযানটি। শুরু করবে গ্রহাণুর বিভিন্ন এলাকার ‘জমি-জরিপ’ (ম্যাপিং) করার কাজও।
সূত্র: কলকাতা নিউজ ২৪
বিডি প্রতিদিন/৩০ আগস্ট ২০১৬/হিমেল-০৮