খুব ক্ষুধা পেয়েছিল অসহায় শিশুটির। কিন্তু পকেটে টাকা নেই। তাই একপ্রকার বাধ্য হয়েই চুরি করেছিল। এরপর তার সঙ্গে যেটা ঘটল, তার থেকে বোধহয় না খেয়ে অনাহারে মরে যাওয়াও ভালো ছিল।
সাত বছরের ছেলেটিকে উলঙ্গ করে মারতে শুরু করল উন্মত্ত জনতা। মারের চোটে ফেটে গেছে সারা শরীর। রক্তাক্ত মুখে ছেলেটি হাতজোড় করে ক্ষমা চাইছে। প্রাণভিক্ষা চাইছে। কিন্তু 'শাস্তি' দিতে ব্যস্ত মানুষের দলের তখন কি সেদিকে খেয়াল দিলে চলে নাকি? মারের পর মার। আর তারপর যেটা ঘটল...তার গলায় একটি টায়ার জড়িয়ে, সেই টায়ারে জ্বালিয়ে দেওয়া হল আগুন।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার লাগোসে। অভিযোগ, ছেলেটি প্রায় নাকি চুরি করতো। আর তাই তাকে জীবন্ত পুড়িয়ে মেরে শাস্তি দেওয়া হল।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/মাহবুব