যে কোনও মানুষেরই বয়সের সঙ্গে সঙ্গে তার প্রধান কৌতূহলের বিষয় দাড়ায় তার বিবাহিত জীবন নিয়ে। কেমন হবে তার বিয়ে, কোথায় হবে তার বিয়ে, কার সাথে হবে বিয়ে এই সব কৌতূহল অবশ্যই বরাবরই অদম্য এক বস্তু। কিন্তু এসব কিছুর পরেও একটা কৌতূহল থেকে যায়, সেটা সন্তান-সংক্রান্ত।
অবিবাহিত ও সদ্যবিবাহিতদের প্রাথমিক প্রশ্নই থাকে সন্তানের সংখ্যা নিয়ে। ক’টি সন্তান জন্মাবে তাদের ঘরে সেটা জানতে জ্যোতিষীর দ্বারস্থ হন অনেকেই। কিন্তু, ইন্টানেটের বদৌলতে আজ আপনার হাতে তুলে দিব এমনই এক অংক যা কষে ফেললেই আপনি যেনে যেতে পারবেন সম্ভাব্য সন্তান-সংখ্যা। সত্য-মিথ্যা নিয়ে মাথা না-ঘামিয়ে কষে ফেলুন অংক। আর মজা হোক, ভারি মজা হোক।
১। প্রথমেই আপনার জন্মসালটা ক্যালকুলেটরে লিখে ফেলুন।
২। তার পরে আপনার বর্তমান বয়স সেই সংখ্যা থেকে বিয়োগ করুন।
৩। এবার আপনার ভাই-বোনের সংখ্যা দিয়ে সেই বিয়োগফলকে ভাগ করুন (ভাই-বোন না থাকলে ১ দিয়ে ভাগ করুন)।
৪। এর পরে প্রাপ্ত সংখ্যাকে আপনার বাবা-মা’র ভাইবোনদের মোট সংখ্যা দিয়ে ভাগ করুন (না থাকলে ১ ধরতে হবে)।
৫। এর সঙ্গে ১০ যোগ করুন।
৬। এই সংখ্যাকে আপনার বাবার জন্মসাল দিয়ে গুণ করুন।
৭। এই সংখ্যাকে আপনার মায়ের জন্মসাল দিয়ে ভাগ করুন।
৮। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হন, তাহলে এবার ১০০ যোগ করুন।
৯। যদি কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ইত্যাদি ডেভেলপড দেশের বাসিন্দা হন, তা হলে ১৫০ যোগ করুন।
১০। যদি ভারত বা মায়ানমারের মতো উন্নয়নশীল দেশের বাসিন্দা হন, তা হলে ২০০ যোগ করুন।
১১। প্রাপ্ত সংখ্যাকে এবার ৩০০ দিয়ে ভাগ করুন (যদি আপনার বয়স ২০-র নীচে হয়) অথবা ২৫০ দিয়ে ভাগ করুন (যদি আপনার বয়স ২০-৩০-এর মধ্যে হয়ে থাকে)।
এইবারে প্রাপ্ত সংখ্যাই আপনার সম্ভাব্য সন্তান-সংখ্যা। যদি দশমিকে উত্তর আসে, তবে তার নিকটবর্তী পূর্ণসংখ্যাকেই ধরতে হবে অর্থাৎ, উত্তর ২.৬৫ হলে ৩ ধরতে হবে।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/তাফসীর-৫