সব পুরুষই প্রেমে পড়তে ভালবাসেন। কিন্তু অনেকে পুরুষ তা স্বীকার করেন না বা করতে চান না। পরে যদি কষ্ট পেতে হয় বা সম্পর্কের দায়িত্ব নিতে হয়। পুরুষদের ক্ষেত্রে এটাই প্রচলিত ধারণা। কিন্তু বাস্তব বলে সম্পূর্ণ ভিন্ন কথা। সম্পর্কে জড়াতে পুরুষরা নাকি একই রকম আগ্রহী। তাইতো পুরুষরা বার বার জরিয়ে পড়েন সম্পর্কে। জেনে নিন পুরুষ রা কেন বহুবার সম্পর্কে জড়িয়ে পড়ে-
১। শারীরিক ঘনিষ্ঠতা—
শুধু যৌনতা নয়, কাছের মানুষের সামান্য স্পর্শও দারুণ উপভোগ করেন পুরুষরা। চুলে বিলি কেটে দিলেও তারা খুশি। এই ভেবে যে কেউ অন্তত তাদের খেয়াল রাখছে।
২। যৌনতা—
অপ্রিয় হলেও সব পুরুষকেই মানতেই হবে যে যৌনতা তাদের কাছে অনেক বড় একটি বিষয়। সুতরাং এই নিয়ে বিস্তারিত ভাবে না বললেও চলে।
৩। মানসিক চাহিদা—
ইমোশন! পুরুষদের নাকি এসব থাকে না। মহিলারা অন্তত তাই দাবি। তবে বাস্তব একটু অন্য রকম। কঠিন–কঠোর লোকটার ভিতরে লুকিয়ে থাকে একটা বাচ্চা। এমনিতে লোকজনের কাছে মনের কথা প্রকাশ করতে চান না। তবে মনের মত কাউকে পেলে সেটা করে ফেলেন। আর সেই খোঁজটাই সব সময় চলে বলে বারবার সম্পর্কে জড়ান।
৪। সঙ্গী—
গেম, ফেসবুক, টিভি— এসব শেষে একটা সঙ্গী দরকার হয় পুরুষদের। ভীষণভাবে। তাই বারবার নতুন সম্পর্ক চায়।
৫। চান, কেউ খেয়াল রাখুক—
‘খাওয়া হয়েছে?’, ‘অফিসে কাজ বেশি?’— এই প্রশ্নগুলো কিন্তু দারুণ উপভোগ করেন পুরুষরা। তাই সব পুরুষই চান, কেউ তাদের সব সময় খেয়াল রাখুক। মুখে যতই বিরক্তি প্রকাশ করুক না কেন।
৬। মতামত—
বিভিন্ন বিষয়ে মতামত নিতে পছন্দ করেন পুরুষরা। শেষ পর্যন্ত তা মানুন বা না মানুন। এজন্যও প্রেমিকার প্রয়োজন পড়ে তাদের।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৫