বিশ্বের অন্যতম গোপন এলাকাগুলোর একটি হল ওয়া, যেটি মিয়ানমারের একটি অংশ। ওই রাজ্যটিকে স্বায়ত্তশাসন দেয়া হয় ১৯৮৯ সালে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। রাজ্যটি একসময় আফিম উৎপাদন ও হেরোইন বাণিজ্যের জন্য কুখ্যাতি ছিল। খবর বিবিসি বাংলার।
খবরে বলা হয়, কর্তৃপক্ষ বলছে তারা রাজ্যটি থেকে মাদক নির্মূল করেছে। তবে মাদক নির্মূলে কর্তৃপক্ষ আশ্বাস দিলেও সেখানে এখন চলে বণ্যপ্রাণীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কেনাবেচা। এসবের মধ্যে বাঘের হাড়ের চুরি, খুলি এবং খোদাইকৃত হাতির দাতও বিক্রি হচ্ছে, যা মুলত অবৈধ। দেখুন বিবিসির সেই প্রতিবেদনটি-
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৬/হিমেল