ব্রাজিলের পাওলো গেব্রিয়েল ডা সিলভা এবং কেটয়ুসিয়া লাই হোসিনো বেরোসের বিয়ের ঠিক পরেই এই নবদম্পতির নাম উঠল গিনিস বুকে!
জানা যায়, তারা দুইজন গত আট বছরের প্রেম পর্বের পর বিয়ে করলেন ১৭নভেম্বর। তবে যে কারণে তাদের নাম গিনিস বুকে উঠল তা হল, দুই জনের উচ্চতা। তাদের দু'জনের উচ্চতার যোগফল ৭১.৪২ ইঞ্চি। এর আগে যারা এই জায়গা অধিকার করেছিলেন, তাদেরকে হারিয়ে এবার তাদের থেকে আরো ছোট এই দম্পতি সেই জায়গা দখল করে নিলেন। বিয়ের পর তাদের দু'জনের ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ সাইটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার