আমেরিকার নিউ ইয়র্কের কাউন্টি শহর স্যান্ডি ক্রিকের বাসিন্দা ক্রিস্টোফার পারো। তার বাড়ির পেছনে ভরা জঙ্গল। সেখানেই হরিণ শিকারে বন্দুক হাতে নামেন ২৪ বছর বয়সী ওই তরুণ। হরিণ শিকারের আশায় তিনি গাছে চড়ে বসেছিলেন। জঙ্গলে নড়াচড়ার শব্দ শুনেই গুলি করে বসেন ক্রিস্টোফার।
কিন্তু সেটা আদতেই কোনো হরিণ ছিল না। ক্রিস্টোফারের বাবা কেভিন ডি পারোর (৫৮) ওই সময় জঙ্গলে বেরিয়ে ছিলেন। তার হাঁটার শব্দ শুনেই হরিণ ভেবে ভুল করে গুলি ছুঁড়েন ক্রিস্টোফার। এসময় বাবা-ছেলের মধ্যকার দূরত্ব ছিল মাত্র ১০০ গজ। কিন্তু চোখের দেখাদেখি না হওয়ার এমন হতাশাজনক ঘটনাটি ঘটে।
ওই গুলি গিয়ে বরাবর লাগে ক্রিস্টোফারের বাবার বুকে। সঙ্গে সঙ্গেই তাকে হাসাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ডাক্তাররা কেভিনকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/ফারজানা