বিশ্বের নানা দেশে মানুষ হত্যারই বিচার হয় না। কিন্তু সিঙ্গাপুরে একটি বিড়াল হত্যা করে বেশ ভালোই ঝামেলায় পড়েছেন ফজর আশরাফ ফজর নামে ২৫ বছর এক যুবক। একটি বিড়াল ফেলে হত্যা করেছিলেন। এ অপরাধে এবার তাকে কয়েক হাজার সিঙ্গাপুর ডলার, ১৮ মাসের জেল কিংবা দুই শাস্তিই ভোগ করতে হতে পারে। খবর দ্য মালয়েশিয়ান টাইমসের।
সিঙ্গাপুরের পূর্বাঞ্চলীয় আবাসিক এলাকা টাম্পাইনসে থাকতেন ফজর। ছয় তলা থেকে বিড়ালটিকে পরপর দুই বার জোরে ছুঁড়ে ফেলেছিলেন। ঘটনার দিন ২৬ মে। প্রথমবার রাত ১টা ৪০ মিনিটে। এরপর প্রায় এক ঘন্টা পর, ২টা ৩০ মিনিটে। প্রত্যক্ষদর্শীর বদৌলতে কোনো কথাই অজানা থাকেনি কর্তৃপক্ষের। ৩১ মে ফজরকে আটক করা হয়। একজন প্রত্যক্ষদর্শী তো জানালেন, ফজর লাইটার দিয়ে বিড়ালটির গায়ে আগুনও ধরিয়ে দিয়েছিল!
সিঙ্গাপুরের বিড়াল কল্যাণ সমাজ (ক্যাট ওয়েলফেয়ার সোসাইটি) জানায়, ধূসর রঙের সেই বিড়ালটিকে যখন উদ্ধার করা হয় তখন তার মুখ দিয়ে রক্ত ঝরছিল। বুধবার বিড়াল হত্যার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয় ফজরকে। সেখানে তিনি জানিয়েছেন, বিচারের পরবর্তী দিন ৯ জানুয়ারি তিনি বিড়াল হত্যার জন্য ক্ষমা চাইবেন।
সিঙ্গাপুরের পশু এবং পাখি আইন অনুযায়ী, যারা এ ধরণের অপরাধ প্রথমবারের মতো করেন তাদের ১৫ হাজার সিঙ্গাপুর ডলার, ১৮ মাসের জেল, কিংবা দুই শাস্তিই ভোগ করতে হতে পারে। কিন্তু একের অধিকবার এ ধরনের অপরাধ করলে সর্বোচ্চ ৩০ হাজার সিঙ্গাপুর ডলার, তিন বছর কারাগার কিংবা দুটাই হতে পারে।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা