চীনের নিঙ্গবো স্কয়্যার শপিং মলের সামনে থাকা একটি বিজ্ঞাপনের বিলবোর্ডে হঠাৎই পর্নো চলতে শুরু হয়ে যায়। মলের এক কর্মচারীর ভুলে এমনতি হয়েছে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।
জানা গেছে, বিজ্ঞাপন চালানোর দায়িত্বে থাকা কর্মচারীর কম্পিউটারে সেভ করা ছিল পর্নোটি৷ ভুল করে বিজ্ঞাপন চালানোর বদলে সেই পর্নো চালিয়ে দেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও৷ বহুপ্রদেশে একসঙ্গে চলতে থাকে সেই ভিডিও৷ স্বভাবতই প্রথমে চমকে গেলেও পরে হাঁসিতে ফেটে পরেন অনেকে৷
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ জেরা করা হচ্ছে বিজ্ঞাপন চালানোর দায়িত্বে থাকা ওই কর্মচারীকেও৷ নিঙ্গবো স্কোয়্যার শপিং মলের পক্ষ থেকেও গ্রাহকদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে৷ জানান হয়েছে এটা একটি দুর্ঘটনা মাত্র৷
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১২