ছবি দেখতে দেখতে আচমকা কোনো একটা দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে মারা গেছেন দর্শক এমনটা মাঝে মাঝেই শোনা যায়। কখনো কখনো ছবির পরিচালক বা সংশ্লিষ্টরা এইরকম খবর ছড়িয়ে দিয়ে ছবির কাটতি বাড়ানোর চেষ্টা করেন। তবে ছবি দেখতে গিয়ে সত্যি সত্যি দর্শকের মৃত্যু হয়েছে এমনটা ঘটেছে বহুবার। অার আশ্চর্যের ব্যাপার হলো ওইসব ছবির সবই হরর ছবি ছিল না। জেনে নিন কোন কোন ছবি দেখে দর্শকের মৃত্যু হয়েছে।
'দ্য কোয়াটারমাস এক্সপিরিয়েন্স' (১৯৫৫): এই ছবি দেখে ৯ বছর বয়সী এক বালক রক্তচাপের ফলে মারা যায়।
'দ্য প্যাশন অফ দ্য ক্রাইস্ট' (২০০৪): এটা কোনো ভৌতিক ছবি নয়। কিন্তু খ্রিস্টের উপরে নির্যাতনের দৃশ্য দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে কানসাসে ৫৬ বছর বয়স্ক পেগি স্কট মারা যান।
'কনজিউরিং ২' (২০১৬): তামিলনাডুর তিরুভান্নামালাইয়ে এই ছবি দেখতে গিয়ে মারা যান এক ৬৫ বছরের ব্যক্তি।
'অ্যাভাটার' (২০০৯): জেমস ক্যামেরনের 'অ্যাভাটার' দেখতে গিয়ে তাইওয়ানের এক ব্যক্তি সিনেমা হলে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে চিকিৎসক জানান মাত্রাতিরিক্ত উত্তেজনার ফলে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। ১১ দিন পরে ওই ব্যক্তির মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ