মার্ক ল্যাঙ্কাস্টার নামে ব্রিটেনের এক যুবক তার বান্ধবীর উপর যে অত্যাচার চালিয়েছেন তা জানলে যে কাউকে চমকে উঠতে হবে। । নিষ্ঠুরতার সব সীমা ছাড়িয়ে গেছেন তিনি। ফাঁকা ঘরে বান্ধবীকে নগ্ন করে মারধর করেন। ওইসময় মার্ক নেশাগ্রস্থ ছিলেন। যদিও বান্ধবীর দাবি, নেশা করার কারণেই যে অত্যাচার করেছে তা নয়, মাঝে মাঝেই তার উপর চড়াও হতেন মার্ক।
সেইদিন অত্যাচারের মাত্রাটা সীমা ছাড়িয়ে যায়। প্রথমে বান্ধবীকে নগ্ন করে প্রচণ্ড মারধর করেন মার্ক। তার মুখে ঘুসিও মারেন। দাঁত ভেঙে যায় মেয়েটির। ছুটে বাথরুমে দরজা বন্ধ করে দেন। ক্ষিপ্ত মার্ক দরজা ভেঙে তাকে বের করে এনে তার ঠোঁটে আঠা ঢেলে দেন। মার্ক নাকি আঠা দিয়ে তার ভাঙ্গা দাঁত লাগানোর চেষ্টা করছিলেন। পরে মেয়েটির চিৎকারে ছুটে আসে প্রতিবেশিরা। মেয়েটিকে উদ্ধার করেন তারা। অার মার্ককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
আদালত মার্ককে ১৬ মাসের কারাদণ্ড দেন। যদিও মার্ক নিজের পক্ষে সাফাই গাইতে গিয়ে বলেছিলেন, তিনি যা করেছেন সচেতনভাবে করেননি, প্রবল নেশার ঘোরেই ওইসব কাণ্ড ঘটিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ