ভারতের বরেলিতে ইংরেজি বর্ষশেষের রাতে দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন মা। তখনই হঠাৎ তাদের উপর হামলা করে ৪ দুষ্কৃতী। ১২ বছরের মেয়ের অদম্য সাহসের জোরে ধর্ষণ হওয়া থেকে বেঁচে গেলেন ওই মা। ৪ দুষ্কৃতীর ছুরির আঘাতে আহত হলেও, মেয়ের কল্যাণে ওই মায়ের সম্ভ্রমে কোন আঁচ পড়েনি।
ঘটনার পর ওই নারী জানিয়েছেন, ওরা আমাকে তুলে নিয়ে গিয়ে কাছের একটি কুঁড়েঘরে নিয়ে যায়। সেখানেই তারা আমাকে ধর্ষণের চেষ্টা করে। তবে আমার মেয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে। ওরা প্রথমে ওকে ভয় দেখায়, তারপর ওকে মারধরও করে। তবে তাতে দমে না গিয়ে পাল্টা মারতে থাকে আমার মেয়েও। আমাদের চিৎকার শুনে গ্রামবাসী সেখানে ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
দেশটির পুলিশ সূত্রে জানা যায়, ওই ৪ দুষ্কৃতীকে শনাক্ত করা গেলেও তারা এখনো ধরা পড়েনি। তারা প্রত্যেকেই ওই গ্রামেরই বাসিন্দা। তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। সম্পত্তিগত ঝগড়ার জেরেই এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের সঙ্গে ওই নারীর আগে থেকেই ঝামেলা ছিল। আবার এই ঘটনার পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে বলে মনে করছেন গ্রামবাসীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার