‘লটারি’ বললেই আমাদের চোখের সামনে উঠে আসে নানা ধরণের ছবি৷ গাড়ি-বাড়ি থেকে শুরু করে ছোট খাটো সাজগোজের জিনিষও থাকে সেই তালিকায়৷ কিন্তু নতুন বছরে ভারতের আসামের বরপেটা জেলায় হয়ে গেল এক অদ্ভুত লটারির আয়োজন৷ লটারিতে জিতলে এখানে পুরষ্কার হিসেবে ছিল গরু।
বরপেটা জেলার কলগাছিয়ার মেলাতে লটারির প্রথম পুরস্কার গরু৷ দ্বিতীয় পুরস্কার ছাগল এবং তৃতীয় পুরস্কারস্বরূপ ছিল হাঁস৷ আর এই পুরস্কারই সাড়া ফেলে দেয় চতুর্দিকে৷ শুধু এই তিনটি পুরস্কারই নয়৷ ছিল মুরগী এবং মাছও৷ লটারির টিকিট কাটতে তাই হুড়োহুড়ি যে পড়বেই তা তো জানা কথাই৷ উল্লেখ্য, আসামের গ্রামের মেলায় এমন লটারির সূচণা অবশ্য এর আগেও হয়েছে বলে জানা যায়৷
বিডি-প্রতিদিন/ ৪ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৭