ভারতের নোটবাতিলের পর বিভিন্ন চমকপ্রদ ঘটনা প্রায়ই চোখের সামনে উঠে এসেছে৷ কখনও মানিব্যাগে পড়েছে নোটের ছাপ, আবার কখনও বা বার্থ ডে কেকেও প্রভাব পড়েছে তার৷ আর এবার তার পুনরাবৃত্তি হতে চলেছে৷ তবে আর মানিব্যাগ বা কেক নয়, এবার নারীদের পছন্দের পোশাক 'শাড়ি'৷
ভারতের সুরাতের এক কাপড়ের ব্যবসায়ী নারীদের পছন্দের কথা মাথায় রেখেই ২০০০ টাকা ছাপের শাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছেন৷ এমনিতেই নোট বাতিল নিয়ে অনেকেই যখন কম-বেশি উত্তেজিত, ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত নিয়ে যে সেই ব্যবসায়ী বাজিমাত করে দিয়েছেন, এমনটা মনে করছেন অনেকেই৷
তবে শাড়িতে যতই ২০০০ টাকার ছাপ থাকুক না কেন, শাড়ির মূল্য কিন্তু সকলের নাগাদের মধ্যেই৷ মাত্র ১৬০ টাকা দাম ধার্য করা হয়েছে এই গোলাপী রঙের শাড়িটির৷
মোট ৫০৪টি নোট প্রিন্ট করা হয়েছে এই শাড়িতে৷ ছ’মিটারের রেনিয়ল কাপড়ের শাড়িটির কথা ইতমধ্যেই বহুজনের কানে পৌঁছে গিয়েছে৷ এখন দেখার বিষয়, এই ২০০০ নোট প্রিন্টেড শাড়ির ওপর ভিত্তি করে ওই ব্যবসায়ীর হাতে কত টাকা উঠে আসে৷
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৫