যৌন কর্তব্য পালন করতে না পারার অভিযোগে ১৬ বছরের স্ত্রীকে আইনি নোটিস পাঠাল স্বামী। বছরখানেক আগে জোর করে দ্বিগুণ বয়সের ওই ব্যক্তির সঙ্গে মেয়েটির বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ফিরে এলে তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় স্বামী।
গত বছর ফেব্রুয়ারি মাসে ক্লাস টেনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল হায়দরাবাদের এক স্কুলছাত্রী। সেই সময় তার থেকে ২০ বছরের বড় এক ব্যক্তির সঙ্গে বিপাশাকে জোর করে বিয়ে দেয় তার পরিবার। বিয়ের পর যাতে তাকে পরীক্ষাটা দিতে দেওয়া হয়, এই শর্তেই বিয়েতে রাজি হয় বিপাশা।
বিয়ের পর বিপাশাকে শ্বশুরবাড়ি পাঠানো হলে, তার স্বামী তার উপর অকথ্য অত্যাচার শুরু করে। দু মাস পর বাড়ি ফিরে আসতে বাধ্য হয় বিপাশা। তার পরিবার বিয়ের সময় যে এক লাখ টাকা পণ ও সোনাদানা দিয়েছিল, সেগুলিও তারা ফেরত চায়। সরকারি পরিচালিত একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা দুই পরিবারের সমস্যা মেটানোর চেষ্টা করে। তবে তাতে কাজ হয়নি। বরং বিপাশাকে টাকা-পয়সা ফেরত না দিয়ে পাল্টা আইনি নোটিস পাঠায় তার স্বামী। তাতে বলা হয় স্বামীর প্রতি যৌন কর্তব্যপালন না করার জন্য বিপাশাকে ক্ষতিপূরণ দিতে হবে।