রেস্টুরেন্টে খেয়ে বিল হল ৬ হাজার ৫০০ টাকা (৭৯ পাউন্ড)। আর বিল মিটিয়ে দেওয়ার পর টিপস দেওয়া হল ৮৩ হাজার টাকা (১০০০ পাউন্ড)! অবাক হওয়ার মতো এ ঘটনা ঘটেছে উত্তর আয়ারল্যান্ডের ভারতীয় রেস্তোরাঁ 'ইন্ডিয়ান ট্রি'তে।
যে ব্যক্তি খুশি হয়ে এই টিপ দিয়েছেন তিনি নিজের নাম প্রকাশ্য আনতে চাননা বলে জানিয়েছে স্থানীয় এক সংবাদপত্র।
জানা গেছে, পাঁচ জনকে নিয়ে একটি পার্টি করতে 'ইন্ডিয়ান ট্রি'-তে এসেছিলেন ওই ব্যক্তি। বিবিসিকে রেস্তোরাঁর মালিক লুনা একুশ জানিয়েছেন, "অনেকেই খুশি হয়ে টিপস দিয়ে যান। কিন্তু ইনি যা করেছেন তাতে আমরা অভিভূত।"
ওই মালিকই বলেছেন যে তার রেস্তোরাঁর প্রধান কুক এর নাম বাবু। তার হাতের রান্না খুবই পছন্দ করেন এই ব্যক্তি। প্রতিবারই তিনি শহরে এলে ফোন করে খোঁজ নেন যে সেদিন বাবু কী রান্না করেছেন? আর তারপরই সস্ত্রীক সেখানে চলে আসেন খেতে।