ভারতের মধ্য প্রদেশের আলিরাজপুর জেলার খানদালগ-আমুর গ্রামে পরিবারের সম্মান রক্ষার্থে ধর্ষিতা ১৩ বছরের কিশোরীর নবজাতককে জীবন্ত কবর দিল পরিবারের স্বজনরা। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।
জানা গেছে, ১৩ বছরের ওই আদিবাসী কিশোরী আলিরাজপুর জেলার সরকারি স্কুলের ছাত্রী। ওই স্কুলেরই অন্য সদস্যরা মেয়েটি ও তার পরিবারের লোককে অসম্মান থেকে রক্ষা করতে এই নৃশংস পদক্ষেপ গ্রহণ করে। পুলিশ সূত্রে দাবি, তাদের কোনো খবর না দিয়েই ওই স্কুলের সদস্যরা এই জঘন্য কাজটি করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার