সিনেমা হলে খাবার পাচারে অভিনব পন্থা অবলম্বন করেছেন এক নারী। অ্যাঞ্জেনা ব্রিকস নামে ওই নারী সোশ্যাল সাইটে সেই ফন্দি ফাঁস করতেই ভাইরাল হয়েছে।
সেজন্য অ্যাঞ্জেলা খুঁজে বের করেছেন থার্মাকোলের একটি অর্ধগোলক। যা জামার মধ্যে এমন ভাবে ভরেছে যে বাইরে থেকে দেখে মনে হবে গর্ভবতী ওই নারী। আর সেই থার্মাকোলের গোলকের মধ্যে পছন্দের খাবার ভরে অবলীলায় নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে খাবার নিয়ে ঢুকে পড়তেন প্রেক্ষাগৃহে।
ফন্দিটা মন্দ না হলেও এই পদ্ধতি কতবার কার্যকর করা যাবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। ইতিমধ্যেই অঞ্জেলার পোস্ট করা সেই ছবিতে ১৯ হাজার রিটুইট এবং ৪০ হাজার লাইক পড়েছে। তবে এই পুরুষদের ক্ষেত্রে পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন