লাঠি নিয়েই বাঘের সঙ্গে সম্মুখ সমরে নেমেছিলেন। 'মৃত্যু' নামক যে একটা শব্দ আছে তা বোধহয় মাথায়ই ছিল না। লক্ষ্য ছিল, যে করেই হোক পোষা ছাগলটাকেই বাঁচাতেই হবে বাঘের কাছ থেকে! ঠিক সময়ে মা এসে না পড়লে রুপালী মেশরাম হয়তো সেই আলোচিত সেলফিটি আর তুলতে পারতেন না।
২৩ বছর বয়সী রুপালী তখন বাঘের থাবায় এবং কামড়ে রক্তাক্ত। মাথা, হাত, পা ও কোমরে আঘাত পেয়েছেন। এরই মধ্যে এসে হাজির হলেন রুপালীর মা। মেয়েকে উদ্ধার করেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই প্রিয় ছাগলটিকে বাঁচাতে পারেননি রুপালী। তবে বাঘের সঙ্গে লড়াইয়ের পর ভীত সন্ত্রস্ত হয়েও পড়েননি। বাঘের থাবায় রক্তাক্ত মুখেই সঙ্গে সঙ্গে মায়ের সাথে সেলফিও তুলেছেন!
ভারতের মহারাষ্ট্র প্রদেশের পশ্চিমাঞ্চলে এ ঘটনাটি ঘটেছে বেশ কিছুদিন আগে। তবে সম্প্রতি তা আলোচনায় এসেছে। মা-মেয়ে দু'জনেই হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ আছেন। রুপালীর মা জিজাবাই বলেছেন, 'আমি ভেবেছিলাম মেয়ে বোধহয় আমার গেছে।' অথচ সে অবস্থা থেকে পরিত্রান পেয়েই রুপালী তুলল সেলফি!
বিডি প্রতিদিন/৫ এপ্রিল, ২০১৮/ফারজানা