বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল অস্ট্রেলিয়া বিমানবন্দরে। যাত্রীরা ব্রিসবেন আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ সেকশনে একটি কালো রঙের ব্যাগ দেখতে পান। যে ব্যাগের ওপর বড় বড় অক্ষরে লেখা ছিল ‘বোম্ব টু ব্রিসবেন।’ সন্দেহজনক সেই ব্যাগটি যখন নিরাপত্তারক্ষীদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়, তখনই জানা যায় এই ব্যাগটি আসলে ৬৫ বছরের এক ভারতীয় বৃদ্ধার।
তিনি বম্বের জায়গায় ভুল করে বোম্ব লিখে ফেলেছেন। বৃদ্ধার ছোট্ট ভুলের জন্য কিছুক্ষণের জন্য আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে ব্রিসবেন বিমানবন্দর। ৬৫ বছরের ভেঙ্কটা লক্ষ্মীকে বিমানবন্দরেই অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ আটক করে। তিনি মুম্বাই থেকে অস্ট্রেলিয়া এসেছেন বলে জানা গেছে। ভেঙ্কটা লক্ষ্মীর মেয়ে জ্যোতিরাজ গত দশ বছর ধরে অস্ট্রেলিয়ায় রয়েছেন।
তিনি জানান, তার মায়ের ছোট্ট ভুলের জন্য এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। শব্দের গণ্ডগোলে এমন একটা আতঙ্কের সৃষ্টি হবে তা সত্যিই ভাবা যায়নি। জ্যোতিরাজ বলেন, ‘আমার মা জানিয়েছেন যাত্রীরা ভাবেন তার ব্যাগে সন্দেহজনক কিছু রয়েছে এবং আতঙ্কিত হতে শুরু করেন। তারা আমার মাকে ব্যাগ খোলার জন্য চাপ দেন এবং জিজ্ঞাসা করেন ব্যাগের ওপর বোম্ব কেন লেখা? আমার মা যাত্রীদের জানায় এটা বোম্ব নয় বম্বে হবে।’
জানা গেছে, ভেঙ্কটা লক্ষ্মী তার মেয়ে ও পরিবারের সঙ্গে জন্মদিন পালন করার জন্য অস্ট্রেলিয়া এসেছিলেন। কিন্তু একা বিমানে চড়ে অস্ট্রেলিয়া আসতে একটু বেশি ঘাবড়ে পড়েন তিনি। তাই তিনি তার ব্যাগে কোথা থেকে কোথায় যাচ্ছেন সেটা লিখে রাখতে চেয়েছিলেন। কিন্তু লিখতে গিয়ে দেখেন নির্দিষ্ট জায়গায় পুরো বাক্য ধরবে না। তাই তিনি ‘বোম্ব টু ব্রিসবেন’ লিখে ছেড়ে দেন।
তার এই সহজ সরল ভুলই যে ব্রিসবেন বিমানবন্দরে আতঙ্কের সৃষ্টি করবে তা তিনি ভাবতেও পারেন নি। গোটা ঘটনা জানার পর ৬৫ বছরের ভেঙ্কটা লক্ষ্মীর ব্যাগ তল্লাশি করে তাকে অস্ট্রেলিয়া পুলিশ ছেড়ে দেয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর