বক্সায় বেড়াতে এলে গাছবাবার দর্শন করেন না, এমন পর্যটক খুব কমই রয়েছেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রায়মাটাং জঙলে প্রায় ৩১ ফুট উঁচু ময়না গাছের কোটরেই বাস করেন গাছবাবা ওরফে জিগর ওঁরাও। শীত, গ্রীষ্ম, বর্ষা-বছরের সব সময়ের ওই ময়না গাছ তলায় গেলেই দেখা মিলত গাছবাবার। সারাদিন ভিক্ষাবৃত্তি করেই দিন গুজরান হত ওই সরল স্বভাবের বৃদ্ধের। কিন্তু কয়েকদিন আগেই ঘটে বিপত্তি।
জানা গেছে, কয়েকদিন আগে ময়না গাছে ওঠার সময় আচমকাই পা পিছলে মাটিতে আছড়ে পড়েন জিগর। তাতেই কোমড় আর দুই পায়ের হাড় ভেঙে যায় তার। তারপর থেকেই চরম অবহেলায় ওই ময়না গাছের নিচেই পড়ে রয়েছেন গাছবাবা।
গত তিনদিন ধরে কিছু খেতেও পারছেন না তিনি। কোনও এক ব্যক্তি কয়েক বোতল পানি রেখে গিয়েছিলেন ওই অসহায় বৃদ্ধের পাশে। কোনওক্রমে সেই পানি পান করেই দিন কাটাচ্ছেন জিগর। অথচ জিগরের ওই ময়না গাছের থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে সশস্ত্রসীমা বলের ৫৩ নম্বর ব্যাটালিয়নের চৌকি। অথচ কারও নজরেই পড়েনি তার এই করুণ অবস্থার কথা।
বন ও বন্যপ্রাণীদের সুরক্ষার কথা ভেবেই জিগর এক সময় ঘর ছেড়ে গাছের কোটরে আশ্রয় নিয়েছিলেন। অথচ ওই মানুষটির এমন পরিণতি।
জানা গেছে, মেচপাড়ার বাসিন্দা জিগরের সাতকুলে কেউ নেই। দীর্ঘদিন ধরে গাছের মধ্যে বসবাসের ফলে পরিচিতদের সাথে আর কোনও যোগাযোগ নেই তার।
বিডি প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৮/আরাফাত