হুইলচেয়ারে বসা এক ভদ্রমহিলা ও তার অসুস্থ ছেলেকে খুন করার দায়ে একটি স্যাফোর্ডশায়ার টেরিয়ার কুকুরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। জার্মানির হ্যানোভার শহরে এই ঘটনা ঘটেছে।
কুকুরটি দোআঁশলা, নাম চিকো। শুক্রবার ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে, তার কামড়েই মৃত্যু হয়েছে ৫২ বছর বয়সী মনীব ও তার ২৭ বছরের ছেলে। এরপরেই ঠিক হয়েছে, ইঞ্জেকশন দিয়ে চিকোকে চিরতরে ঘুম পাড়ানো হবে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে ভদ্রমহিলার মেয়ে তার মা ও ভাইয়ের সাথে যোগাযোগ করতে না পেরে তাদের ফ্ল্যাটে আসেন। জানালা দিয়ে ভেতরে ভাইয়ের নিষ্প্রাণ মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে দমকল কর্মীরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে কুকুরটিকে ধরে ফেলেন। এরপরই কুকুরটিকে মৃত্যুদণ্ডের আদেশ জারি হয়।
আপাতত চিকোকে রাখা হয়েছে স্থানীয় একটি পশু আশ্রয় কেন্দ্রে। কেন সে এমন কাজ করল পরিষ্কার নয়।
বিডি প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৮/আরাফাত