৪৫ বছর বয়সের নারী অ্যাথলেট কালাইমনি জানান, ইচ্ছে থাকলে মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশীপে ১০০ বছরেও অংশগ্রহণ করা যায়। ম্যারাথনকে বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না। কালাইমনি বলেন, আমি ৪১ কিলোমিটার ম্যারাথন চার ঘণ্টায় শেষ করতে চাই।
ভারতের তেলেগু শহরের রাস্তার পাশের চায়ের দোকানের প্রধান কারিগর কালাইমনি। জাতীয় এবং প্রদেশ ভিত্তিক মাস্টার অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারটি গোল্ড মেডেল জিতেছেন কালাইমনি। দোকানের পাশাপাশি নিজের স্বপ্ন ছুঁতেই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ইতিমধ্যে তার দল ‘ফনিক্স রার্নাস’ নিয়ে ২১ কিলোমিটারের ম্যারাথনে অংশগ্রহণ করেছে। স্বপ্ন এখন ৪১ কিলোমিটার মাইলফলক স্পর্শ করার।
অ্যাথলেটস কালাইমনি বলেন, স্বপ্ন দেখছি মাস্টার ইভেন্টে অংশগ্রহণ করার। ৪১ কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করতে প্রতি রবিবার ২১ কিলোমিটার দৌড়ের অনুশীলন করে যাচ্ছেন তিনি। জানা যায়, কালাইমনির তিন সন্তান। বড় ছেলে প্রভুর বয়স ২৪ আর ছোট ছেলে প্রভাকরণের বয়স ২১। তারা দুজনেই স্কুল ভ্যান ড্রাইভার। আর একমাত্র মেয়ে প্রিয়াঙ্কা (২১) বিএসসিতে পড়ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার