একটা রসিকতা অনেক সময়ই লক্ষ করা যায় সোশ্যাল মিডিয়ায়। আজকের প্রজন্ম খুব বিনয়ী হয়ে পড়েছে। সব সময় ঘাড় নীচু। এর পিছনে রয়েছে এক দুরন্ত ব্যঙ্গ। বলা হচ্ছে, বর্তমান নবীন প্রজন্ম এতই স্মার্টফোনমুখী হয়ে পড়েছে, যে সারাক্ষণ তারা মাথা নীচু করে তাদের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে।
চীনের এক এমনই স্মার্টফোনমুখী তরুণী এমন বদভ্যাসের কারণে পড়েছেন মহা সমস্যায়। জানা যায়, চীনের হুনাং প্রদেশের চাংসার বাসিন্দা সেই তরুণী। কাজের চাপে বেসামাল হয়ে অফিসের কাজ থেকে এল সপ্তাহের ছুটি নিয়েছিলেন তিনি। কিন্তু কাজ থেকে নেওয়া সাময়িক অবসরে তিনি সারাক্ষণ মেতে রইলেন ফোন নিয়ে। কেবল ঘুমানোর সময় ছাড়া সারাক্ষণই তার হাতে ছিল ফোন।
এরপরই তার হাতে শুরু হয় অসহ্য যন্ত্রণা। আঙুলগুলো বেঁকে যায় তাঁর। যেভাবে ফোন ধরা থাকে হাতে সেভাবেই থেকে যায়। আর সোজা করা যাচ্ছিল না। হাসপাতালে গিয়ে সেই তরুণী জানতে পারেন তিনি টেনোসিনোভাইটিসে ভুগছেন। হাড় ও মাসংপেশীর সংযোগস্থলে অবস্থিত কলাকোষে প্রদাহের কারণেই এই যন্ত্রণার সূচনা। তবে আপাতত সুস্থ তিনি। ফিরেছে আঙুলের কর্মক্ষমতাও।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর