নাইজেরিয়ার ক্রস রিভার স্টেটে চলছিল ‘মিস আফ্রিকা ২০১৮’ প্রতিযোগিতা। সদ্য ঘোষণা হয়েছে সেই প্রতিযোগিতায় বিজয়িনীর নাম। ২০১৮ সালের মিস আফ্রিকা প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আনন্দে আত্মহারা কঙ্গোর দোরকাস কাসিন্দে।
মাথায় বিজয়িনীর মুকুট পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হল আতসবাজির ঝলকানি। কিন্তু সেই উৎসবেই লুকিয়ে ছিল বিপদ। আতসবাজির ঝলকানির সঙ্গে সঙ্গেই তা থেকে আগুনের ফুলকি উড়ে এসে পড়ে কাসিন্দের মাথায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় আফ্রিকার সেরা সুন্দরীর চুলে।
ঘটনার আকস্মিকতায় হতবাক তখন সকলেই। পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবার আগেই ঝাঁপিয়ে পড়েন এক যুবক। তিনিই বিপদমুক্ত করেন কাসিন্দেকে। এই পুরো ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে টুইটারে। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। এখনও অবধি প্রায় ১ লক্ষ ৪২ হাজার মানুষ দেখেছেন সেই ভিডিওটি। রিটুইট হয়েছে ৯০৮ বার।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর