ভারতের উত্তর প্রদেশে রাস্তায় একটি গরুর চারটি কুকুরছানাকে দুধ খাওয়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার ৫০ সেকেন্ডের এই ভিডিও প্রকাশ করেছে ‘দ্য মাইক্রসফট নেটওয়ার্ক’ নামের একটি ওয়েবপোর্টাল।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, কুকুরছানাগুলো গরুটির বাঁটে মুখ দিয়ে দুধ খেয়ে নিজেদের ক্ষুধা মেটাচ্ছে। কুকুরছানাগুলোর মা দুর্ঘটনায় মারা গেছে। তারপর থেকে গরুটি প্রতিদিনই তাদেরকে দুধ খাওয়াচ্ছে বলে মনে করা হচ্ছে। একজন এই দৃশ্য দেখে দেখে এক দর্শক তৎক্ষণাৎ তার স্মার্টফোন বের করে বিরল মুহূর্তটি ধারণ করেন।
পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হলে দ্রুত এটি ভাইরাল হয়ে যায় এবং দেশ-বিদেশের মানুষ তাদের প্রতিক্রিয়া জানাতে থাকে।
এর আগে একটি বানরের মৃত্যুর পর তার বাচ্চাটিকে আদর করতে দেখা যায় একটি কুকুরকে। কুকুরটিকেও তার বাঁট থেকে বানরছানাটিকে দুধ খাওয়াতে দেখা যায়।
বিডি প্রতিদিন/হিমেল