প্রেমের প্রস্তাব অনেকভাবেই দেওয়া যায়। কে, কতটা রোমান্টিকভাবে প্রেম নিবেদন করছেন, তা দেখে অবশ্যই প্রেমিকের চরিত্র খানিকটা আঁচ করা যায়। যেমন করতে পারলেন শিকাগোর তরুণী পেগি বেকার। ৩৭ তলার অফিস থেকে নিচের দিকে তাকাতেই দেখলেন, নিচের বরফশুভ্র পার্কে তার প্রেমিক বড় বড় করে লিখে রেখেছেন-‘ম্যারি মি?’
এমন মনোমুগ্ধকর প্রস্তাব দেখে তিনি আর তার প্রেমিককে ফেরাতে পারেননি। তখনই জানিয়েছেন, বিয়ের প্রস্তাবে রাজি। বরফে ঢেকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু এলাকা। আর এই হাড়হিম করা ঠাণ্ডায় ম্যাগি ডেলি পার্কেই সেই প্রেমিক বব লেমপা ফুটিয়ে তুললেন তাঁর প্রতিভা, প্রকাশ করলেন মনের কথা। তুষার শরীরে খোদাই করে তিনি লিখলেন, ‘ম্যারি মি।’ প্রেমিকের এই কীর্তি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেন প্রশংসায় মুখর।
এটুকু কথা লিখতে টানা ৬ ঘণ্টা সময় লেগেছে বব লেমপা'র। যেখানে অক্ষরের দৈর্ঘ্য, প্রস্থ ৪৫ ফুট বাই ৩১ ফুট। অর্থাৎ শব্দের সাধারণ আকারের তুলনায় প্রায় কয়েকগুণ বড়। কিন্তু কেন এমন বিশালাকারে লিখলেন বব? তিনি জানান, ‘প্রেমিকা পেগির অফিস সেই ৩৭ তলার ওপরে। সেখান থেকে নিচে উঁকি মারলে, পেগি যাতে আমার এই লেখা দেখতে পায়, তার জন্যই এত বড় বড় করে লিখলাম। আমি এই ম্যাগি ডেলি পার্কে কতবার এসেছি, শুধু এটা বোঝার জন্য যে কত বড় করে লিখলে তবে পেগি দেখতে পাবে।’
ববের প্রেমিকা পেগি বলছেন, ‘অফিসের অনেকেই ওপর থেকে নিচে কিছু একটা দেখে নিজেদের মধ্যে আলোচনা করছিল। আমি অতটা গুরুত্ব দিইনি। কিন্তু তারপর আমি নিজেও দেখতে গেলাম। প্রথমে বুঝতেই পারিনি যে এটা আমার জন্য বব লিখে রেখেছে। লেখাটা দেখে তো আমি একদম বিস্মিত হয়ে গিয়েছি। এটা সত্যিই খুব বড় আর সাহসিকতার ব্যাপার।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর