অদ্ভুদ এক ঘটনা ঘটে গেল অস্ট্রেলিয়ার কিংসক্লিফে। টিভি অ্যান্টেনায় জড়িয়ে পাইথন, গিলে খেল পাখিকে! নিজের বাড়ির ছাদেই এই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন ক্যাথি গ্যাল। এক মুহূর্ত দেরি না করে ভিডিও তোলেন সেই দৃশ্যের আর তা পোস্ট করেন ফেসবুকে। পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কিংসক্লিফে। সেখানকার বাসিন্দা ক্যাথি দেখতে পান তাঁর বাড়ির ছাদের টিভি অ্যান্টেনায় জড়িয়ে রয়েছে এক প্রমাণ সাইজের কার্পেট পাইথন। এবং একটি পাখিকে সে গিলে খাচ্ছে।
এই দৃশ্য দেখে প্রথমে অবাক হয়ে গেলেও পুরো ঘটনাটি ভিডিওবন্দি করতে সমর্থ হন ক্যাথি। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পাইথনটি পাখিটিকে গিলে ফেলতে সমর্থ হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ