সাধারণ মানুষদের খুবই আগ্রহ থাকে আবহাওয়ার খবরে। তাই সংবাদমাধ্যমগুলিও সেই খবর দিতে থাকে সবসময়েই। বিভিন্ন যুদ্ধক্ষেত্র বা গণ্ডগোল থেকে রিপোর্টিং করতে গিয়ে রিপোর্টার আহত বা নিহত হওয়ার মতো দুঃখের ঘটনা ঘটে ৷
তবে আবহাওয়ার সংবাদ দিতে গিয়ে মারাত্মক পরিস্থিতির শিকার হওয়ার ঘটনা নিঃসন্দেহে আগে দেখা যায়নি। তবে সম্প্রতি এক ভিডিও সামনে এসেছে তা দেখে বলা যেতেই পারে এবারের যাত্রায় বেঁচে গেছেন এক সাংবাদিক। এই ভিডিও এখন ভাইরাল।
টর্নেডো বিধ্বস্ত অ্যারিজোনার ফোনিক্স। সেখান থেকেই লাইভ আপডেট দিচ্ছিলেন ওয়েদারের। চূড়ান্ত খারাপ আবহাওয়ার মধ্যেই চলছিল খবর দেওয়া। সাংবাদিক ম্যাট রোডেওয়াল্ড যখন রিপোর্টিং করছিলেন তখন সেখানেই ব্জ্রপাত হয়। এই বজ্রপাতের ঠিক পরেই গোটা এলাকার বিদ্যুৎ বিপর্যয় ঘটে যায়। তবে এই বীভিষিকাময় পরিস্থিতি থেকে কোনওক্রমে বেঁচে যান ওই সাংবাদিক।
ভিডিওটি দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন-
https://twitter.com/FOX10Phoenix/status/1167185546893938688
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ