বাসার ভেতর ঢুকে গিয়েছে সাপ। কিন্তু ভেতরে রয়ে গিয়েছে বাচ্চারা। সেই সাপের হাত থেকে বাচ্চাদের রক্ষা করতে মা কাঠঠোকরা যেভাবে যুদ্ধ করছে তা দেখে স্তম্ভিত নেটিজেনরা।
ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডল থেকে রবিবার বিকেলে পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা। যা ইতোমধ্যেই ভাইরাল। সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীর কোনো শক্তি মায়ের ভালোবাসাকে হারাতে সমর্থ নয়। কাঠঠোকরা নিজের বাচ্চাদের বাঁচাতে সাপের সঙ্গে লড়াইয়ে নেমেছে।’
২৭ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গাছের কোটরে কাঠঠোকরার বাসায় ঢুকে গিয়েছে সাপটি। বাইরে থেকেই সেই সাপকে ঠোকরাচ্ছে মা পাখি। পাখির ঠোক্কর খেয়ে তার দিকে ছোবল মারতে গেল সাপটি। সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে প্রাণ বাঁচাল সে। তারপর ফের ঠোঁট দিয়ে ধরল সাপকে। এ ভাবেই চলতে থাকল তাদের মধ্যে লড়াই।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন