সম্প্রতি ভারতে উত্তরপ্রদেশের যোগী রাজ্য গোরক্ষপুরে বিস্বাদ খাবার দেওয়া এবং সারাদিন টিভি দেখার জন্য শাশুড়ির নামে মামলা দায়ের করেছে বউ। দীর্ঘদিন ধরেই বৌ-শাশুড়ির সম্পর্কের টানপোড়ন চলছিল।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গোরক্ষপুরে বাসিন্ধা বৌ-শাশুড়ির সঙ্গে সম্পর্কের অবনতি চরমে পৌঁছালে শেষ পর্যন্ত পুলিশে ফোন করে শাশুড়ির নামে অভিযোগ জানান ওই মহিলা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি জানান, 'তার শাশুড়ি নষ্ট হয়ে যাওয়া খাবার খেতে দেন। আর যেকোন কারণে বারবার অসুস্থ হয়ে পড়েছেন। শাশুড়ি সারাদিন টিভিই দেখেন।'
এদিকে, পুলিশের কাছে ওই মহিলার শাশুড়ি পাল্টা অভিযোগ জানান। বউমা সারাদিন মোবাইল নিয়েই বসে থাকে। তাকে রান্নার কাজে সাহায্যও করে না। এর পাশাপাশি বউমাকে মিথ্যেবাদীও আখ্যা দেন তিনি।
অবশেষে পুলিশের মধ্যস্ততায় দু’জনকে বুঝিয়ে শাশুড়ি ও বৌয়ের অভিযোগ প্রত্যাহার করে নেন। এছাড়াও পরবর্তীতে এই ধরনের অভিযোগ যাতে না জানান, সেই হুঁশিয়ারিও দেওয়া হয়।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির