অ্যান্টার্কটিকায় বিশ্বের বৃহত্তম আইসবার্গ বা হিমশৈলের সন্ধান মিলেছে। ওয়েডাল সাগরে ভাসছে আইসবার্গটি। লম্বা-চওড়ায় হিমশৈলটি স্পেনের আস্ত একটি দ্বীপের চেয়েও বড়।
বিজ্ঞানীরা জানিয়েছেন, চার হাজার ৩২০ বর্গ ফুটের হিমশৈলটি লম্বায় ১৭৫ কিলোমিটার। চওড়ায় ২৫ কিলোমিটার।
ওয়েডাল সাগরেই রয়েছে রনে আইসশেল্ফ। অ্যান্টার্কটিকার স্থলভূমি থেকে শুরু হয়ে যা ছড়িয়ে আছে সমুদ্রে। সেই আইস-শেল্ফ থেকেই বেরিয়ে এসেছে নতুন হিমশৈলটি।
নতুন এ৭৬ হিমশৈলটি প্রথম নজরে পড়ে যুক্তরাজ্যের একটি বিজ্ঞানী দলের। খবরটি প্রকাশ করে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। তবে আমেরিকার কোপারনিকাস সেন্টিনেল ১ মিশনের স্যাটেলাইটেও নতুন হিমশৈলের ছবি ধরা পড়েছে।
এর আগে এ২৩এ নামে একটি আইসবার্গ বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল ছিল। তিন হাজার ৩৮০ বর্গফুটের সেই হিমশৈলকে পেছনে ফেলে দিল নতুন হিমশৈলটি। এ২৩এ হিমশৈলও ওয়েডাল সমুদ্রে আছে।
অ্যান্টার্কটিকায় আইস-শেল্ফ থেকে হিমশৈল বেরিয়ে আসা নতুন ঘটনা নয়। তবে গত কয়েক বছরে অ্যান্টার্কটিকায় বরফ গলতে দেখা গেছে। বহু হিমবাহ ভেঙে যাচ্ছে। নতুন হিমশৈলটিও বিশ্ব উষ্ণায়নের কারণে বেরিয়ে এসেছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
সূত্র: ডয়েচে ভেলে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন